আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তপু ছাত্রলীগের সহসভাপতি হওয়ায় শরীয়তপুরে আনন্দ মিছিল

রুপক চক্রবর্তী শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার ফাহাদ হোসেন তপু বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শরীয়তপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল এবং আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ই মে) সকাল ১১টার দিকে শরীয়তপুর সরকারি কলেজ থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল টি শরীয়তপুর সরকারি কলেজ হতে বের হয়ে শরীয়তপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় শরীয়তপুর সরকারি কলেজে গিয়ে সমাপ্তি হয়। এরপরে শরীয়তপুর সরকারি কলেজে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, জেলা
ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, রাকিব বেপারী, হিরু মাদরব, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদার, সদর পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, জেলা ছাত্রলীগ নেতা আদনান শামীম, রুপক চক্রবর্তী, আশিক, শৌলপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওসার মাদবর সহ শরীয়তপুর জেলা ছাত্রলীগ, সদর উপজেলা, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ।

উল্লেখ, গত ১৩ই মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী’র স্বাক্ষরিত এবং আওয়ামীলীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর ৩০১ পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে ফাহাদ হোসেন তপু কে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

ফাহাদ হোসেন তপু কৈশোর কাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে ছাত্র রাজনীতির সাথে জড়িত। তিনি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়ন কালে শরীয়তপুর জেলা ছাত্রলীগের সর্ব কনিষ্ঠ সদস্য ছিলেন। এরপরে ফাহাদ হোসেন তপু যখন পড়াশুনার সুবাদে রাজধানী ঢাকায় অবস্থান করেন তখন তিনি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়। এরপরে তিনি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ সভাপতি নির্বাচিত হয় এবং তাহার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সহিত পালন করেন।