আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভেদরগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের নিয়মিত তদারকির অংশ হিসেবে গতকাল ২১ মে মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার মোল্লারহাট বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়। পরিদর্শনকালে মেসার্স নিউ গাউসিয়া বেকারীকে পণ্যের মোড়কে ওজন, পরিমাণ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য না দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ২ হাজার টাকা এবং পোড়া তেল ব্যবহার করায় উক্ত আইনের ৪৩ ধারায় ৩ হাজার টাকা সহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে একই বাজারের সিকদার সুইটমিটে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরি করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং হাইড্রোজ দ্বারা প্রস্তুতকৃত প্রায় ১৫ কেজি জিলাপি ধ্বংস করা হয়। এছাড়া সামিয়া সুইটমিটকে ওজনে কারচুপির অভিযোগে ২ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পন্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত জনগণের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‌্যাব-৮ এর একটি টিম, ক্যাব শরীয়তপুর এর সভাপতি বিল্লাল হোসেন খান, সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আবুল হোসেন এবং ভেদরগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এইচ এম আক্তার হোসেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।