আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় র‌্যাব অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে ২১ মে মঙ্গলবার আনুমানিক দুপুর ২ টা ৩০ মিনিটের সময় শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন তেলীপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল খান (৩২), পিতাঃ মৃত কফিল উদ্দিন খান, সাং-তেলীপাড়া, থানাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুরকে ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।