
শরীয়তপুর: শরীয়তপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। পুলিশ সুপার আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিচার বিভাগের বিচারকবৃন্দ, পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, আইনজীবী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।