
*কাঁদতে চেয়েও কাঁদতে পারিনি
#
তাঁর মৃত্যুর সংঙ্গে সংঙ্গে ঘাতকের দল
দাঁত বের করে হেসেছিল,
তাদের হাসি ঠিকরে পড়েছিল চাঁদ তারা পতাকাধারীদের উল্লাসে,
যে লাল-সবুজের পতাকার জন্য
লক্ষ লক্ষ প্রাণ ঝরেছিল
তাদের জন্যে এটা ছিল লজ্জা-অসম্মান।
#
হতবাক দেশের মানুষ,
হতবাক তাদের বিবেক,
হতবাক বিশ্ববাসী।
#
রাজনীতির নামে অপরাজনীতির এক নগ্নথাবা
ইতিহাস বিকৃতির মহোৎসব চারিদিকে
ঘাতকের হাতে আমাদের জাতীয় পতাকা
স্বাধীনতা বিরোধীর গাড়িতে জাতীয় পতাকা
ওরাই দেশের মালিক হয়ে বসলো
অঝোরে অশ্রু সিক্ত চোখে তাকিয়ে রইল বাংলাদেশ!
#
শুধু তাঁর মৃত্যুর সংগে সংগে নগ্নতার
নাচ সেদিন দেখেছি আমরা,
কাঁদতে চেয়েও কাঁদতে পারিনি
নির্বাক বিস্ময়ে আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি
বিষাদসিন্ধু তুল্য ট্র্যাজেডির পরিণতি,
প্রতিবাদের ভাষা যেন আমরা হারিয়ে ফেলেছিলাম।
#
তাঁকে মুছে ফেলার এক ঘৃণ্য ষড়যন্ত্র
হাতে নিয়েছিল নির্মম ঘাতকের দল
সেদিন সে অসভ্য দৃশ্য আজও
আমাদের চোখের সামনে জ্বল জ্বল করে।
মেঘের আড়ালে যেমন জ্বলন্ত সূর্যকে
ঢেকে রাখা যায় না
তেমনি তাঁর অমর কীর্তিকে মুছে ফেলা যায়নি,
তাঁর দেয়া বাংলাদেশ আজও উদ্ভাসিত,
আজ বিশ্বের দরবারে স্বমহিমায় সমাদৃত,
তাঁর দেয়া জাতীয় সংগীত
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’
আজ প্রতিমুহূর্তে ধ্বণিত হচ্ছে সমস্বরে।
আজ বঙ্গবন্ধু নেই কিন্তু তাঁর দেয়া সেই বজ্রকণ্ঠের
ঝাঁঝালো শ্লোগান ‘জয় বাংলা’
ওদের হৃদয়ে কাঁপুনি ধরায় অনর্গল।
আজও ওরা ফোঁস ফোঁস করে
কিন্তু বেকুবেরা বুঝতে পারেনা কেন
মুজিব বাংলাময়
মুজিব এখন বিশ্ববাসির-বিশ্ববন্ধু।
লেখকঃ কবি ও প্রাবন্ধিক
#
( প্রফেসর ও সাবেক বিভাগীয়প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, মোবাইল: ০১৭১৫৫৭১৬২২
প্রকাশিত কাব্যগ্রন্থ: আমি জয়বাংলার লোক(২০১৮), বত্রিশ নম্বর বাড়ির আর্তনাদ(২০১৯) ও যখন তোমার নাম নিষিদ্ধ ছিল(২০২০)
প্রকাশিতব্য কাব্যগ্রন্থ: কাঁদতে চেয়েও কাঁদতে পারিনি
profmirabdurrazzak@gmail.com
শরীয়তপুর নিউজে প্রকাশিত কোন তথ্য, ছবি, রেখচিত্র, আলোকচিত্র ও ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যাবহার করা নিষেধ!!
সম্পাদক ও প্রকাশকঃ এ্যাড. মো. আবুল কালাম আজাদ
নির্বাহী সম্পাদকঃ আহমেদ জুলহাস
সম্পাদক মন্ডলীর সদস্যঃ আঃ লতিফ বেপারী
সম্পাদক মন্ডলীর সদস্যঃ সরোয়ার আলম বাচ্চু
বার্তা সম্পাদকঃ ইলিয়াছ মাহমুদ
মাল্টিলিংক স্যাটেলাইট সিস্টেম, নড়িয়া বাজার পূর্ব মাথা, (৩য় তলা, সোনালী ব্যাংক এর উপরে), নড়িয়া, শরীয়তপুর
সম্পাদক: ০১৭১২৫১৮৬৩০, নির্বাহী সম্পাদক: ০১৭১৮৩৬৭২৭৬
বার্তা বিভাগ: ০১৭৩৪৯৯৫৭২৯, ০১৪০২৬৮৮১৬০
ই-মেইলঃ news@shariatpurnews24.com