
শেখ মুজিব হেঁটে যাচ্ছেন
গায়ে মুজিব কোর্ট, পরনে পাঞ্জাবি-পাজামা,
মুখে তাঁর চিরপরিচিত পাইপ,
কণ্ঠে বাজে তাঁর বিপ্লবের সানাই,
তর্জনী উঁচু করে চলেন তিনি
মওলানা ভাসানীর মতো সাদাসিধে ভাবে,
কখনো হাটছিলেন তিনি সোহরাওয়ার্দী, শেরে বাংলা, মাষ্টার দা, হাজি শরীয়তউল্লাহ, তিতুমীর,
আর রবীন্দ্রনাথ, বিদ্রোহী নজরুল, জীবনানন্দের রুপসী বাংলার মতো
সঙ্গে যাচ্ছে ক্ষুব্ধ রুদ্র জনতা
খুব দ্রুত সময়ে হেঁটে যাচ্ছেন
আটচল্লিশ
উনপঞ্চাশ
তারপরে বায়ান্ন’র রক্ত পলাশ
চুয়ান্ন পেরিয়ে অজানা সামনের দিকে
কখনো জেলে কখনো জনতার সংগে মাঠে-ঘাটে
কন্টকাকীর্ণ পথ তাঁর
নির্ভীকভাবে অবিচল তিনি কথায় ও কাজে
ইস্পাত কঠিন মনোবল তাঁর
আটান্ন
বাষট্টি পেরিয়ে
ছেষট্টিতে এসে তিনি মুক্তির সনদ ছয় দফা দিলেন
পিছনে ফিরতে হয়নি তাঁকে
দলে দলে জনতার মিছিল
মিছিলে মিছিলে উত্তপ্ত রাজপথ
শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত প্রতিটি জনপদ
বারুদের গন্ধে ভরে গেল আকাশ বাতাস
গণ-অভ্যুত্থান
রক্তাক্ত হলো জনপদ
‘জয় বাংলা’র শ্লোগানে মুখরিত মিছিলে মিছিলে
নির্বাচনে জয়তু বাঙালির বিজয়
ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা
কবি শুনালেন তাঁর অমর কবিতাখানি-
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
চুড়ান্ত পরিনতিতে রণ দামামা বেজে উঠলো
রণাঙ্গনের পর রণাঙ্গন হলো রক্তাক্ত
মৃত্যুর কাফেলা
তারপরে হাতে পেলাম ছাড়পত্র – একটি লাল গোলাপ,
বিজয়ী বাংলাদেশ
বিজয়ী মুজিব
জয়বাংলা।
মীর আবদুর রাজজাক
লেখকঃ কবি ও প্রাবন্ধিক
( প্রফেসর ও সাবেক বিভাগীয়প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া)
মোবাইল২০২০ ঃ০১৭১৫৫৭১৬২২
প্রকাশিত কাব্যগ্রন্থ ঃ আমি জয়বাংলার লোক(২০১৮), বত্রিশ নম্বর বাড়ির আর্তনাদ(২০১৯) ও যখন তোমার নাম নিষিদ্ধ ছিল(২০২০)
profmirabdurrazzak@gmail.com