Saturday, 3rd June, 2023

বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে সিঙ্গেল সোসাইটি শরীয়তপুর’র শুকনো খাবার বিতরন

সিঙ্গেল সোসাইটি, শরীয়তপুর নামের একটি সংগঠনের পক্ষ হতে ৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে।

১৪ আগষ্ট শুক্রবার বিকেলে নড়িয়া উপজেলার পদ্মার তীরবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রষ্থ্য ৫০টি পরিবাররের মাঝে এ শুকনো খাবার বিতরন করা হয়। শুকনো খাবারের মধ্যে ছিল চিড়া, মুড়ি,গুড়,  বিস্কুট, খাবার স্যালাইন ও ঔষধ ইত্যাদি।

সংগঠনের মুখপাত্র জিয়া নূর জানিয়েছেন, বন্যার কারনে পদ্মার তীরবর্তী মানুষ ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই আমরা সিঙ্গেল সদস্যদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে সামান্য শুকনো খাবার বিতরন করলাম। যদিও আমাদের এ সাহায্য খুবই সামান্য তবুও আমাদের এই কাজ দেখে অনুপ্রানিত হয়ে সমাজের বিত্তবানরা অসহায়দের পাশে দাড়াবে এটাই আমাদের প্রত্যাশা।