
শরীয়তপুরের ভেদরগঞ্জে লিমা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। সখিপুর থানার উপপরিদর্শক আতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিমা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার
চরভাগা মৃধা কান্দি গ্রামের মাহাবুব মালের স্ত্রী।
স্থানীয় ভাবে জানাগেছে, এক বছর আগে ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা মৃত সিরাজ হাওলাদারের মেয়ে লিমার সঙ্গে একই ইউনিয়নের চরভাগা মৃধা কান্দি গ্রামের কাশেম মোল্লার ছেলে মাহবুব মালের বিয়ে হয়। সাংসারিক জীবনে লিমা খুব বেশী সুখী ছিলনা।
সখিপুর থানার উপপরিদর্শক আতিয়ার হোসেন জানান, লিমার শশুর বাড়ির একটি থাকার ঘরের আরার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সখিপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।