
“মুজিব বর্ষের অঙ্গিকার সর্ড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্যে মাসব্যাপী শরীয়তপুরের নড়িয়ায় উদ্বোধন হলো গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নড়িয়া সিরঙ্গল-ফতেজঙ্গপুর সড়ক সংস্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এলজিইডি নড়িয়ার নির্বাহী প্রকৌশলী শাহাবউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আলী হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ আলম, মোঃ আতিয়ার হেসেন, কমিউনিটি অর্গানাইজার আতিকুর রহমান মেম্বার রিপন মাদবর প্রমুখ।