নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ডি এম বরকত আলী মুরাদ স্ট্রোক করেছেন। আশংকা জনক অবস্থায় মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সোমবার দুপুর থেকে তিনি শারিরিকভাবে অসুস্থতা বোধ করেন। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে নড়িয়া আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। তার সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ হতে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
এদিকে মঙ্গলবার বাদ আছর নড়িয়া প্রেসক্লাবের পক্ষ হতে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে সাংবাদিক বরকতের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।