Saturday, 3rd June, 2023

মহানবী (স.)- কে অপমানের প্রতিবাদে চন্ডিপুরে বিক্ষোভ

ফ্রান্সে রাষ্ট্রীয় সহযোগিতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে বিদ্রুপ করার প্রতিবাদে বিশ্ব মুসলিম জাহানের সাথে একাত্ততা ঘোষণা করে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্ডিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর মঙ্গলবার সকালে চন্ডিপুর উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণ করেন গোড়াগাঁও,নন্দনসার, ইছাপাশা, সুরেশ্বর ও পাঁচগাঁও-এর মুসলিম ধর্মপ্রাণ জনতা।

গোড়াগাঁও মসজিদের ইমাম মাওলানা আওলাদ হোসেন-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চন্ডিপুর মালবাড়ি জামে মসজিদের ইমাম
মাওলানা মুফতি ওমর ফারুক, আল-মদিনা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ইউসুফ, নন্দনসার মহিউসসুন্নাহ্ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হান্নান, চন্ডিপুর উচ্চবিদ্যালয়ের ইমাম হাফেজ মাওলানা আজম হোসেন, নুর মসজিদের ইমাম, আশেক ইলাহী,
মক্কী মসজিদের ইমাম, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ্ প্রমুখ।

এসময় সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে, এজন্য আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনে ৩বেলা না খেয়ে ১বেলা খাবো তবুও নবীর অপমান আমরা সহ্য করতে পারবো না।

প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি পাঁচগাঁও ভি. আই. পি. মোড় সুরেশ্বর দিয়ে ইছাপাশা গোড়াগাঁও হয়ে চন্ডিপুর পুরান বাজারে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয়।