
“ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সামপ্রদায়িক হামলার প্রতিবাদে, দিনাজপুরে পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এলাকায় অতর্কিত আক্রমণ, নারী নির্যাতন, ছাত্র দের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল বরন চক্রবর্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রান শহীদুন্নবীকে পিটিয়ে পুড়িয়ে হত্যা, সামজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত ছাত্র-ছাত্রী আশুমুক্তির দাবীতে গন অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ই নভেম্বর) বিকালে প্রায় ঘন্টা ব্যাপী শরীয়তপুর শহরের প্রানকেন্দ্র চৌরঙ্গীর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় গন অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান পরিষদ শরীয়তপুর জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখা, ছাত্র ও যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা, জাতীয় হিন্দু মহাজোট শরীয়তপুর জেলা শাখা, যুব মহাজোট শরীয়তপুর জেলা শাখা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ, সদর উপজেলা হিন্দু মহাজোট, নড়িয়া উপজেলা হিন্দু মহাজোট।
সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান পরিষদের আহবায়ক শংকর প্রসাদ চৌধুরী, সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জী, জাতীয় হিন্দু মহাজোট শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সুশীল চন্দ্র দেবনাথ, যুগ্ম আহবায়ক এডভোকেট রাধারাণী। আরো উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোর দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি রঘুনাথ পোদ্দার, সাধারণ সম্পাদক কমল চন্দ্র শীল, হিন্দু মহাজোট সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন সরকার, নড়িয়া উপজেলা শাখার রতন দে, বাংলাদেশ ছাত্র ও যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সমীর চন্দ্র শীল, যুগ্ম আহবায়ক রুপক চক্রবর্তী, যুগ্ম আহবায়ক নিলয় ভাট্টাচার্য, যুুুগ্ম আহবায়ক রিপন সাধু, জাতীয় হিন্দু যুব মহাজোট শরীয়তপুর জেলা শাখার সভাপতি জয়রাম বনিক সাধারণ সম্পাদক সুমন দাস সহ প্রমুখ