
শরীয়তপুর সদর উপজেলা রুদ্রকর ইউনিয়নে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর মা থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী শিশুটি শরীয়তপুর সদর হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে গত (১৭ জানুয়ারি) রবিবার বিকেল ৫টার দিকে। শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়েছিল। তখন প্রতিবেশী খলিল সরদারের ছেলে সোহেল সরদার (২৫) শিশুটিকে তার একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি করলে তাকে ছেড়ে দেন তিনি। পরে কাউকে যেন কিছু না বলে তার জন্য শিশুটিকে মারধরের হুমকি দেয় সোহেল। ২২ জানুয়ারি (শুক্রবার) শিশুটি অসুস্থ হয়ে পরে। তার মা কি হয়েছে জিজ্ঞেস করলে, ঘটনা খুলে বলে শিশুটি। ওইদিন তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল রাজমিস্ত্রি কাজ করেন। তার বাবা পনেরো বছর আগে মারা গেছেন। শিশুটির নানি বলেন, আমার নাতনিকে ডেকে নিয়ে খারাপ কাজ করেছে সোহেল। আবার নাতনিকে ১৫০ টাকার ঔষধ কিনে দিয়ে গেছেন তিনি। আমার মেয়ে মামলা করবে বললে, সোহেল আমার মেয়েকে মারধর করেছে। সোহেলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুমন কুমার পোদ্দার বলেন, গত ২২ জানুয়ারি সেক্সুয়াল অ্যাসাল্ট নিয়ে ৪ বছরের এক শিশু ভর্তি হয়। এখনো ভর্তি আছে। প্রাথমিক মেডিকেল পরিক্ষা করা হয়েছে। ডিএনএ পরিক্ষার জন্য ঢাকায় রিপোর্ট পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পেলে বলা যাবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কি না! শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামী পালিয়ে বেড়াচ্ছেন। আসামীকে গ্রেফতারের চেস্টা চলছে।
শরীয়তপুর নিউজে প্রকাশিত কোন তথ্য, ছবি, রেখচিত্র, আলোকচিত্র ও ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যাবহার করা নিষেধ!!
সম্পাদক ও প্রকাশক: এ্যাড. আবুল কালাম আজাদ
নির্বাহী সম্পাদক: আহমেদ জুলহাস
সম্পাদক মন্ডলীর সদস্য: আঃ লতিফ বেপারী
সম্পাদক মন্ডলীর সদস্য: সরোয়ার আলম বাচ্চু
বার্তা সম্পাদক: ইলিয়াছ মাহমুদ
সম্পাদক ও প্রকাশকঃ এ্যাড. মো. আবুল কালাম আজাদ
নির্বাহী সম্পাদকঃ আহমেদ জুলহাস
সম্পাদক মন্ডলীর সদস্যঃ আঃ লতিফ বেপারী
সম্পাদক মন্ডলীর সদস্যঃ সরোয়ার আলম বাচ্চু
বার্তা সম্পাদকঃ ইলিয়াছ মাহমুদ
মাল্টিলিংক স্যাটেলাইট সিস্টেম, নড়িয়া বাজার পূর্ব মাথা, (৩য় তলা, সোনালী ব্যাংক এর উপরে), নড়িয়া, শরীয়তপুর
সম্পাদক: ০১৭১২৫১৮৬৩০, নির্বাহী সম্পাদক: ০১৭১৮৩৬৭২৭৬
বার্তা বিভাগ: ০১৭৩৪৯৯৫৭২৯, ০১৪০২৬৮৮১৬০
ই-মেইলঃ news@shariatpurnews24.com