
শপথ গ্রহন করেছেন শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার ও জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর শপথ গ্রহন করেন। এছাড়া তিন পৌরসভার ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলরগনও শপথ গ্রহন করেন।
শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
গত ৩০ জানুয়ারি এ তিন পৌরসভায় ভোটগ্রহণ হয়।
নড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। যিনি আমার প্রতি আস্থা রেখে নৌকা প্রতীক দিয়েছেন। সেই সাথে শরীয়তপুরের মাটি ও মানুষের নেতা এ কে এম এনামুল হক শামীম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাই সকল দলীয় নেতৃবৃন্দ ও ভোটারসহ যারা আমার মেয়র হওয়ার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি প্রত্যেক পৌরবাসীকে তাদের সেবা পৌঁছে দিতে চাই। তাদের সুখ-দুঃখে কাছে থাকতে চাই।
নবনির্বাচিত মেয়র ভেদরগঞ্জের আবুল বাশার চোকদার ও জাজিরার মো. ইদ্রিস মাদবর জানান, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে মেয়র হয়েছেন তারা। তারা ধন্যবাদ জানিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে যারা ভোট দিয়ে তাদের মেয়র বানিয়েছেন।
পৌরসভাকে ডিজিটাল ও আধুনিকতায় গড়ে তুলবেন এই প্রত্যাশা তাদের।
শরীয়তপুর নিউজে প্রকাশিত কোন তথ্য, ছবি, রেখচিত্র, আলোকচিত্র ও ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যাবহার করা নিষেধ!!
সম্পাদক ও প্রকাশক: এ্যাড. আবুল কালাম আজাদ
নির্বাহী সম্পাদক: আহমেদ জুলহাস
সম্পাদক মন্ডলীর সদস্য: আঃ লতিফ বেপারী
সম্পাদক মন্ডলীর সদস্য: সরোয়ার আলম বাচ্চু
বার্তা সম্পাদক: ইলিয়াছ মাহমুদ
সম্পাদক ও প্রকাশকঃ এ্যাড. মো. আবুল কালাম আজাদ
নির্বাহী সম্পাদকঃ আহমেদ জুলহাস
সম্পাদক মন্ডলীর সদস্যঃ আঃ লতিফ বেপারী
সম্পাদক মন্ডলীর সদস্যঃ সরোয়ার আলম বাচ্চু
বার্তা সম্পাদকঃ ইলিয়াছ মাহমুদ
মাল্টিলিংক স্যাটেলাইট সিস্টেম, নড়িয়া বাজার পূর্ব মাথা, (৩য় তলা, সোনালী ব্যাংক এর উপরে), নড়িয়া, শরীয়তপুর
সম্পাদক: ০১৭১২৫১৮৬৩০, নির্বাহী সম্পাদক: ০১৭১৮৩৬৭২৭৬
বার্তা বিভাগ: ০১৭৩৪৯৯৫৭২৯, ০১৪০২৬৮৮১৬০
ই-মেইলঃ news@shariatpurnews24.com