
শরীয়তপুর জেলার কৃতিসন্তান একেএম আমিনুল হক স্বপন (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি) বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কর্তৃক তাঁর পদোন্নতি সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে বলে জানা গেছে। এদিকে এখবরে শরীয়তপুরের বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।
জানা গেছে, একেএম আমিনুল হক স্বপনের জন্ম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ঐতিহ্যবাহী পাইক বাড়িতে৷ তিনি ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কর্মজীবনে এই সেনা কর্মকর্তা একজন দক্, মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
আরও জানা গেছে,
তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মা প্রয়াত বেগম আশ্রাফুন্নেছা রত্নগর্ভা মা খেতাব প্রাপ্ত। তার বড়ভাই একেএম এনামুল হক শামীম শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রনায়লের উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার ছোটো ভাই ডা. আশ্রাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট কার্ডিয়াক বিভাগের সহযোগী অধ্যাপক, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাধারন সম্পাদক ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে কমবয়সী হার্ট স্পেশালিষ্ট৷ তার বোন শামীম আরা হক কাকলী একটি প্রাইভেট ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়াও তার দাদা ও নানা পরিবার শরীয়তপুরের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার।
এদিকে, এপদে তিনি পদোন্নতি পাওয়ায় শরীয়তপুর সদর, নড়িয়া, ভেদরগঞ্জ ও সখিপুর সহ বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ আনন্দে উদ্বোলিত হয়। তারা মিলাদ, দোয়া ও মিষ্টি বিতরণ করেছে।
অন্যদিকে আমিনুল হক স্বপনকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে পদোন্নতি দেয়ায় তাঁর ভাই পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি তাঁর ভেরিভাইড ফেসবুক পেইজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি পরিবারের সকলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শরীয়তপুর নিউজে প্রকাশিত কোন তথ্য, ছবি, রেখচিত্র, আলোকচিত্র ও ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যাবহার করা নিষেধ!!
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |
সম্পাদক ও প্রকাশকঃ এ্যাড. মো. আবুল কালাম আজাদ
নির্বাহী সম্পাদকঃ আহমেদ জুলহাস
সম্পাদক মন্ডলীর সদস্যঃ আঃ লতিফ বেপারী
সম্পাদক মন্ডলীর সদস্যঃ সরোয়ার আলম বাচ্চু
বার্তা সম্পাদকঃ ইলিয়াছ মাহমুদ
মাল্টিলিংক স্যাটেলাইট সিস্টেম, নড়িয়া বাজার পূর্ব মাথা, (৩য় তলা, সোনালী ব্যাংক এর উপরে), নড়িয়া, শরীয়তপুর
সম্পাদক: ০১৭১২৫১৮৬৩০, নির্বাহী সম্পাদক: ০১৭১৮৩৬৭২৭৬
বার্তা বিভাগ: ০১৭৩৪৯৯৫৭২৯, ০১৪০২৬৮৮১৬০
ই-মেইলঃ news@shariatpurnews24.com