
শরীয়তপুরে চোরাই ছয় মোটরসাইকেল ও একটি অটোরিকশাসহ আন্তজেলা চোর চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
গত কয়েক দিনে শরীয়পুরের পালং, ভেদরগঞ্জ ও নড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কোড়ালতলী গ্রামের মৃত সিকিম আলী ব্যাপারীর ছেলে মো. আব্বাস ব্যাপারী (৪০), সখিপুর থানার আনু সরদার কান্দি গ্রামের মজিদ খাঁর ছেলে দুলাল খাঁ (২৬), নড়িয়া উপজেলার পোড়াগাছা গ্রামের গোলাম মাওলা মাদবরের ছেলে স্বপন মাদবর (৩৫), সদর উপজেলার বিনোদপুর কাজীকান্দি মৃত আইনুদ্দিন তালুকদারের ছেলে দবির তালুকদার (৪৮) ও পটুয়াখালী জেলার দশমীনা থানার সানকিপুর হাওলাদার বাড়ি গ্রামের সালাম চৌকিদারের ছেলে মো. খায়রুল চৌকিদার (২৪)।
সোমবার দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এসএম আশরাফুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে শরীয়তপুরের বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, অটোরিকশা চুরি করে এনে বিক্রি করে আসছিল চক্রটি।
চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতা আব্বাস ব্যাপারী। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, ডাকাতি ও চরিসহ বিভিন্ন আইনে ১৮টি মামলা রয়েছে।
এছাড়া দুলাল, স্বপন ও খায়রুলের বিরুদ্ধে মাদক ও চুরির ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এ সময় নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর নিউজে প্রকাশিত কোন তথ্য, ছবি, রেখচিত্র, আলোকচিত্র ও ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যাবহার করা নিষেধ!!
সম্পাদক ও প্রকাশকঃ এ্যাড. মো. আবুল কালাম আজাদ
নির্বাহী সম্পাদকঃ আহমেদ জুলহাস
সম্পাদক মন্ডলীর সদস্যঃ আঃ লতিফ বেপারী
সম্পাদক মন্ডলীর সদস্যঃ সরোয়ার আলম বাচ্চু
বার্তা সম্পাদকঃ ইলিয়াছ মাহমুদ
মাল্টিলিংক স্যাটেলাইট সিস্টেম, নড়িয়া বাজার পূর্ব মাথা, (৩য় তলা, সোনালী ব্যাংক এর উপরে), নড়িয়া, শরীয়তপুর
সম্পাদক: ০১৭১২৫১৮৬৩০, নির্বাহী সম্পাদক: ০১৭১৮৩৬৭২৭৬
বার্তা বিভাগ: ০১৭৩৪৯৯৫৭২৯, ০১৪০২৬৮৮১৬০
ই-মেইলঃ news@shariatpurnews24.com