
শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা সখিপুরে জমি নিয়ে সংঘর্ষে নুরুল আলম দেওয়ান (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন । আহত হয়েছেন অন্তত ৮ জন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সখিপুর থানার ডিএম খালী ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় নুরুল আলম দেওয়ান নামে এক কৃষক গুরুতর আহত হন। পরে সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক আকন্দ ।
নিহত নুরুল আলম দেওয়ান (৩০) ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএম খালী ইউনিয়নের চরচান্দা দেওয়ান কান্দি গ্রামের মোস্তফা দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিএম খালী ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের বাসিন্দা খোকন দেওয়ান ও মান্নান দেওয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এ ঘটনা নিয়ে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে খোকন দেওয়ান ও মান্নান দেওয়ানের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে মোস্তফার ছেলে নুরুল আলম দেওয়ানসহ দুপক্ষের অন্তত ৯ জন আহত হন। আহত অবস্থায় নুরুল আলমকে
শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় ।
আর বাকি আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক আকন্দ বলেন, ঘটনা শুনে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা শান্ত রয়েছে। নুরুল আলম দেওয়ানের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
শরীয়তপুর নিউজে প্রকাশিত কোন তথ্য, ছবি, রেখচিত্র, আলোকচিত্র ও ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যাবহার করা নিষেধ!!
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |
সম্পাদক ও প্রকাশকঃ এ্যাড. মো. আবুল কালাম আজাদ
নির্বাহী সম্পাদকঃ আহমেদ জুলহাস
সম্পাদক মন্ডলীর সদস্যঃ আঃ লতিফ বেপারী
সম্পাদক মন্ডলীর সদস্যঃ সরোয়ার আলম বাচ্চু
বার্তা সম্পাদকঃ ইলিয়াছ মাহমুদ
মাল্টিলিংক স্যাটেলাইট সিস্টেম, নড়িয়া বাজার পূর্ব মাথা, (৩য় তলা, সোনালী ব্যাংক এর উপরে), নড়িয়া, শরীয়তপুর
সম্পাদক: ০১৭১২৫১৮৬৩০, নির্বাহী সম্পাদক: ০১৭১৮৩৬৭২৭৬
বার্তা বিভাগ: ০১৭৩৪৯৯৫৭২৯, ০১৪০২৬৮৮১৬০
ই-মেইলঃ news@shariatpurnews24.com