Saturday, 3rd June, 2023

বিজয় দিবসের প্রত্যুষে ডামুড্যায় বিএনপির শহীদদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে ডামুড্যা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা ও র্যালীর আয়োজন করা হয়।

এর ধারাবাহিকতায় শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ০৯.৩০ মিনিটে ডামুড্যা থানা বিএনপি শহীদের প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে ডামুড্যা উপজেলা বিএনপি পার্টি অফিসের সামনে থেকে র্যালী নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন করে শহীদ মিনারে ফুল দেয়। এর পর ডামুড্যা সাবরেজিষ্টার অফিস মাঠে আলোচনা সভা ও শহীদদের রুহে মাগফিরাতে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড্যা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুল করিম মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মাদবর, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান বেপারী, আমির হোসেন সরদার, মাহিনুর সরদার, যুবদল নেতা চঞ্চল শিকদার, আলমাস সরকার, রাজা বেপারী, শওকত বাঘা, পলাশ ঢালী, বিএম তিতাস, ছাত্রদল নেতা সৈকত বেপারী, সোহাগ সরদার, বিপ্লব মীর সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।