আজ বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওমীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত নড়িয়া পলিটেকনিকেল ইনষ্টিটিউট মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বীর কর্নেল (অবঃ) শওকত আলী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান মিজ মাজেদা শওকত আলী, ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ খালেদ শওকত আলী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার।

নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাবেক সভাপতি মাসুক আলী , আবুল বাশার দেওয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মাল্লিক, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, দফতর সম্পাদক শাহ আলম সরদার, উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার আকন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ রহমান মাষ্টার, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি আলেয়া বেগম, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ডি এম বরকত আলী মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সেকান্দার আলম রিন্টু, চুন্নু মাদবর, নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাধরণ সম্পাদক কাইয়ুম আহমেদ, সখিপুর থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ মো. বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুরাদ শিকদার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

বর্ধিত সভা থেকে নেতাকর্মীরা জানান, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের তৃনমুল পর্যায়ে নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বর্তমান এমপি কর্নেল (অবঃ) শওকত আলীর ছেলে ডা. খালেদ শওকত আলীর জন্য মনোনয়ন চাইবেন। সেই লক্ষে তৃনমুলে আওয়ামীলীগকে শক্তিশালী করার জন্য উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রায় দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষনা করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার নড়িয়াস্থ নড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দিনব্যাপী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।