
” কোটা সংস্কার চাই “
সব্যসাচী নজরুল
শোনো ও বড়দা ও কুটিদা
কোটা কোটা কোটা নীতি ;
মেধাবী আর মেধার নাইযে দাম
চাকুরীক্ষেত্রে চলছে স্বজনপ্রীতি।
চাকুরীবাকরি কিছুই নাই যে
মেধাবী আজ কই যায়!
অযোগ্যরা কোটার গোটা গিলছে
চাইনিজ পরোটা কি নাস্তায়।
রাজু ভাস্কর্য দোয়েল চত্তরে
ভিসির বাড়ি শাহবাগের মোরে;
জল-কামান আর রবার গোলায়
মেধাবীরা নাস্তানাবুদ রাস্তায়।
এদেশ আমার এদেশ তোমার
নরনারী আবালবৃদ্ধবনিতার;
উন্নয়নশীল উন্নয়নে বইবে জোয়ার
এখনি হোক কোটার সংস্কার।
কোটাধারী অযোগ্য হলেও মজ-মজায়
চাকরী নামক আম খায় চোষে-চোষে;
কোটাবিহীন মেধাবীরা পরে যায়
সবার পিছে পা পিছলে-খসে!
আমিও গতকল্য রাজু-ভাস্কর্য’র কাছে
ধাওয়া-পাল্টা ধাওয়ায় পরছিলামরে ভাই;
অল্পতেই মাথা ফাটার হাত থেকে
স্বপ্রাণে বাঁচি দৌড়ে পালাই।
কোটা কোটা কোটা প্রথা
হয় যদিগো সংস্কার বা দূর;
তবে মেধাবীরাও চাকরী পাবে
দেশ আগাবে দুর্বার দূর-বহুদূর।
রচনাকাল :- ১০/৪/১৮।
সকাল: ৮:৪৫ মি:
সব্যসাচী লেখক, কবি ও অভিনেতা
সৈয়দ মীর নজরুল ইসলাম
(সব্যসাচী নজরুল)