আজ শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রাণের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ উদযাপিত।

বিগত বছরের সকল গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজনে ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হয় বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ।

বাংলা নববর্ষ ১৪২৫ সনকে বরণ করতে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন।

শনিবার (১৪ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ আহমেদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আলী আজগর, আসাফউদ্দৌলা রতন, আব্দুল মজিদ খান, সেকান্দার আলী, মনোয়ার হোসেন, রাম কৃষ্ণ শীল, শহিদুল ইসলাম, ফাতেমা বেগম, মহি উদ্দিন, আয়েশা সিদ্দিকা সহ স্কুল প্রায় ৫শতাধিক ছাত্র -ছাত্রীরা।