নিজস্ব প্রতিবেদক ॥ শরীয়তপুর সদর উপজেলায় মাহবুব হোসেন ওরফে মুকুল মল্লিক (৪২) নামে এক মাদকসেবীকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান শেখ এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত কুমুল মল্লিক সদর উপজেলার দাসার্ত্তা কুরাশি গ্রামের দ্বীন মোহাম্মদ মল্লিকের ছেলে।
ইউএনও মাহবুর রহমান শেখ জানান, সকালে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা মুকুল মল্লিককে ১০০ গ্রাম গাজাসহ তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।