আজ বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মহানবী (স:)’র অবমাননার প্রতিবাদে নড়িয়া যুব সমাজের বিক্ষোভ

ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এঁর ব্যাঙ্গচিত্র এঁকে অবমাননা এবং ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে নড়িয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নড়িয়া উপজেলা যুব সমাজের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে ধর্মপ্রাণ মুসল্লী ও যুবকরা সহ সাধারণ মানুষ সতস্ফূর্তভাবে বিক্ষোভে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন নড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মোঃ সাব্বির শেখ, নড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগ নেতা ইউনুছ উদ্দিন(রুম্মান), ফতেজঙ্গপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিএম সাব্বির খান। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শিহাব শেখ, মোঃ সবুজ ইসলাম, মিজানুর রহমান মোল্লা, সাব্বির হোসেন বয়াতি, সাকিব মাহমুদ, নাঈম হোসেন, শেখ সারোয়ার সাকিব, মোঃ বাধন, মোঃ সাকোয়াত, আকাশ দেওয়ান, মোঃ নাজমুল হাসান, আকাশ সৈয়াল, মোঃ ফারুক হোসেন বেপারী, মোঃ ইফরাদ আহমেদ, মোঃ ফয়সাল সহ আরও অনেকেই।

সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে বিশ্বনবীকে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।