আজ মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আইন অমান্য করে ইলিশ আহরণের দায়ে নড়িয়ায় ২৭ জেলে আটক

ইলিশ শিকারের দায়ে শরীয়তপুর নড়িয়া উপজেলায় ২৭ জেলেকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার ৫০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার রাতে নড়িয়া উপজেলার এড়িয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১ হাজার ৫০০ কেজি ইলিশ মাছসহ সাতাশজনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ২৪ জনকে দণ্ডিত করা হয়। আর ৩ জনকে জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা ও নৌ পুলিশ। পরে আটকদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত নড়িয়া মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দ করা ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ১ হাজার ৫০০ কেজি ইলিশ এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বতিরণ করা হয়।