
শরীয়তপুরের নড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ বোরহান সরদার (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার ৭ নভেম্বর দিবাগত রাত ৯টার দিকে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত বোরহান সরদার পাশ ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মোঃ ইদ্রিস সরদারের ছেলে।
শরীয়তপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আবু বকর মাতুব্বর বলেন, ডিবি পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় তল্লাশি চালিয়ে বোরহান সরদার নামে একজনকে ৬৭ পিচ ইয়াবাহ সহ আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।