আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে আজ নড়িয়াতে মানবন্ধন করবে সাংস্কৃতিক কর্মীরা

মায়ারমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকার পরিচালিত গণহত্যা ও জাতিগত নিধন বন্ধ এবং শরণার্থীদের ফেরত নেওয়ার দাবিতে শরীয়তপুুরের নড়িয়ায় মানববন্ধন করবে সাংস্ককৃতিক কর্মীরা। আজ ২৬ সেপ্টেম্বর বিকাল ৪ টায় ন‌ড়িয়া উপ‌জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে কী‌র্তিনাশা থিয়েটার, ভোর হলো, উদীচী ন‌ড়িয়া শাখা এবং অাবু ইছহাক কঁ‌চিকাচা অাসরের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুুুুষ্ঠিত হবে। মানবন্ধনে দল মত নির্বিশেষে সকলকে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। -বিজ্ঞপ্তি