
মায়ারমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকার পরিচালিত গণহত্যা ও জাতিগত নিধন বন্ধ এবং শরণার্থীদের ফেরত নেওয়ার দাবিতে শরীয়তপুুরের নড়িয়ায় মানববন্ধন করবে সাংস্ককৃতিক কর্মীরা। আজ ২৬ সেপ্টেম্বর বিকাল ৪ টায় নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে কীর্তিনাশা থিয়েটার, ভোর হলো, উদীচী নড়িয়া শাখা এবং অাবু ইছহাক কঁচিকাচা অাসরের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুুুুষ্ঠিত হবে। মানবন্ধনে দল মত নির্বিশেষে সকলকে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। -বিজ্ঞপ্তি