আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। সেই সাথে ইয়াবা বিক্রির প্রায় ৭২ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে নড়িয়া থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিনের নেতৃত্বে নড়িয়া উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পাঁচগাঁও এলাকার খলিলুর রহমান মাঝির পুত্র মোশারফ হোসেন মন্টু মাঝি (৫০), তার স্ত্রী তানজিলা বেগম (৩৬) ও বৈশাখীপাড়া এলাকার জামাল ছৈয়ালের ছেলে সাহালম ছৈয়াল (৩৫)।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ১জন মহিলাও রয়েছে।