আজ মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মাজেদা শওকত আলীকে নুসা’র সংবর্ধনা

শরীয়তপুর নিউজ: নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক পাওয়ায় নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলী’কে নুসা’র কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল পাঁচটায় নড়িয়াস্থ নুসা’র কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল (অবঃ) শওকত আলী এমপি।

নুসার চেয়ারম্যান অধ্যক্ষ আঃ হান্নান মাঝি’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুজিনা খানম, নুসার উপদেষ্টা ফিরোজ শওকত আলী, ভাইস চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী, কোষাধ্যক্ষ মেরিনা শওকত আলী, সদস্য হাসানুজ্জামান খোকন,  আঃ রহমান ঢালী।

এসময় নূসার উপ পরিচালক জয়দেব চন্দ্র কুন্ড, সহকারী পরিচালক জাহাঙ্গীর হোসেন, নূসার সমন্বয় কারী ফারুক হোসেন, মনির হোসেন, শেখ মো: বিল্লাল হোসেন সহ নূসার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ০৯ ডিসেম্বর শনিবার সকালে বেগম রোকেয়া দিবস-২০১৭ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী’র সহ আরও চার মহয়সী নারীদের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।