আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

‘‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’  প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়ায়  কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পূনরায় শহীদ মিনার চত্তরে এসে শেষ হয়।

পরে নড়িয়া থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম উদ্দিন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক।

এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিজদা ইয়াসমিন, নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক,  নড়িয়া উপজেলা আ.লীগ সভাপতি হাচান আলী রাড়ি, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী,  নড়িয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির বেপারী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল ফকির,  নড়িয়া পৌরবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জলিল বেপারী, নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ’র স্কুল বিষয়ক সম্পাদক ইমরান খালাসী প্রমূখ।